ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। ম্যাচের পরতে পরতে থাকে রোমাঞ্চ। প্রতিবেশী এই দুই দলের ক্রিকেটের লড়াই মানে যুদ্ধের আবহ। মাঠের খেলার ঝড় বয়ে যায় চায়ের কাপেও। আর সেই ম্যাচ যদি হয় এশিয়া কাপের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ; তাহলে তো কোনো কথাই নেই! আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই যদি বাজে আম্পায়ারিং হয়, তা মেনে নেওয়া সত্যিই কষ্ট কর। আর এমনটিই হলো আজ। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালোই খেলছিল পাকিস্তান। দুই ওপেনার ফখর জামান ও শাহেবজাদা ফারহান সতর্কতার সাথে ব্যাটিং করছিলেন। কিন্তু হার্দিক পান্ডিয়ার করা বলটি ফখর জামানের ব্যাটের কানায়ে লেগে উইকেটকিপারের গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে ড্রপ খায়। খালি চোখেই তা স্পষ্ট দেখা যায়। রিভিউতেও স্পষ্ট ছিল; বল ড্রপ খেয়ে তারপর উইকেটকিপারের গ্লাভসে জমা পড়ে। তারপরও থার্ড আম্পায়ারের...