শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানের সময়কার দিনলিপি ও কর্মকৌশলের বর্ণনা দিয়েছেন নতুন রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রতিষ্ঠাতা আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। ট্রাইব্যুনালে তিনি বলেন, ‘গত বছরের ২০ জুলাই সকালে আমরা কারফিউ ভেঙে রাস্তায় বের হয়ে আন্দোলন চালিয়ে যাই। আন্দোলনে কর্মসূচির ৯ দফা নির্ধারণ করে তা পেনড্রাইভে করে বিভিন্ন মিডিয়ার কাছে পাঠানো হয়। আমি সমন্বয়ক আসিফ ও সাদিক কায়েমের সঙ্গে কথা বলে মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ আগস্টের পরিবর্তে একদিন এগিয়ে আনার পরামর্শ দিই।’ হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জবানবন্দিতে প্রসিকিউশনের ৪৮তম সাক্ষী হিসেবে জুনায়েদ এসব কথা বলেন। তিনি বলেন, ১৪ জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলেন। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...