কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে বিআরটিসির নতুন দুটি ডাবল ডেকার বাস। আজ রোববার (২১ সেপ্টেম্বর) সকালে পরীক্ষামূলকভাবে দুটি ডাবল ডেকার বাস কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসে। বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের তথ্য মতে, আজ সকাল ৮টায় কুমিল্লা শহর থেকে ঈদগাহ-পুলিশ লাইন-আলেখারচর রুটে প্রথমবারের মতো ডাবল ডেকার বাস শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে আসে। ডাবল ডেকারের বাসে চড়ে আসা শিক্ষার্থী মো. মাহবুব জানান, ‘প্রথমবারের মতো ডাবল ডেকার বাস চালু হয়েছে, এতে শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা কমেছে। ক্যাম্পাসে আসার সময় উঁচু ডাল এবং বৈদ্যুতিক লাইনের কারণে একটু সমস্যা হচ্ছিল। প্রশাসন যদি এসব ডাল-পালা এবং বৈদ্যুতিক লাইনগুলো ক্লিয়ার করে, তাহলে বাসগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে।’ আরেক শিক্ষার্থী মো. আরমান আরিফ বলেন, ‘পরিবহণ সেবা নিয়ে আমাদের একটা সমস্যা সবসময় ছিল। বাসের সংখ্যা...