অনেকেই মনে করেন, প্রতিদিন শ্যাম্পু করলে চুল পরিষ্কার ও স্বাস্থ্যকর থাকে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন শ্যাম্পু করাটা বরং চুলের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ এতে থাকা রাসায়নিক উপাদান চুলের প্রাকৃতিক তেল ধীরে ধীরে নষ্ট করে দেয়। ফলে চুল হয়ে পড়ে রুক্ষ, ভঙ্গুর ও নিষ্প্রভ। এতে চুল পড়ার ঝুঁকিও বেড়ে যায়। তাই চুল পরিষ্কারের ব্যাপারে সঠিক রুটিন জানা অত্যন্ত জরুরি। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, প্রত্যেকের মাথার ত্বক বা স্ক্যাল্প আলাদা রকমের হয়ে থাকে। কারো স্ক্যাল্প খুব তৈলাক্ত (অয়েলি), কারো আবার একেবারে শুষ্ক (ড্রাই)। স্ক্যাল্প যদি বেশি তৈলাক্ত হয় কিংবা নিয়মিত ঘামেন, তাহলে সপ্তাহে তিনবার চুল ধোয়া যায়। আর যদি মাথার ত্বক শুষ্ক হয়, তবে সপ্তাহে এক বা দুবার শ্যাম্পু করলেই যথেষ্ট।শ্যাম্পুর মূল কাজ হচ্ছে স্ক্যাল্প ও চুল পরিষ্কার রাখা। কিন্তু প্রতিদিন ব্যবহার...