২০২৫ সালের ৩ আগস্ট চিকিৎসকের পরামর্শে “লোয়ার লিম্ব ব্যাক পেইন” সমস্যার জন্য তিনি মেডিকেল ছুটি নেন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডাক্তার আহাম্মদ হোসেন সিদ্দিকীর সুপারিশকৃত মেডিকেল রিপোর্ট অনুযায়ী তাকে ১২ সপ্তাহের জন্য বেড রেস্টে থাকার নির্দেশনা দেওয়া হয়। এর ভিত্তিতে ৩ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ দিনের ছুটি মঞ্জুর হয়। কিন্তু সরেজমিনে দেখা গেছে, ছুটি শুরুর মাত্র চারদিন পর অর্থাৎ ৭ আগস্ট থেকেই আজাদ খান ভাসানী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। জনসংযোগ, নৃত্যানুষ্ঠান, আলোচনা সভাসহ একাধিক কর্মসূচিতে তাকে দেখা গেছে। বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ৪৭ নম্বর ধারা এবং ২০২৪ সালের ১২ আগস্ট পাস হওয়া রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। একই সঙ্গে সরকারি কর্মচারী আচরণবিধির একাধিক ধারা ভঙ্গ করে চলতি বছরের মে মাস...