জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মহালয়া উপলক্ষে আয়োজিত বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। যেখানে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবার এক আন্তরিক ভ্রাতৃত্বের দেখা মেলে, যা অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। রবিবার (২১ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। দেবী দুর্গার আগমনী বার্তা ঘোষণার মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ আনন্দের একটি দিন।আরো পড়ুন:মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জাবি প্রশাসনেররাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জাবি প্রশাসনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা প্রথা অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দিনভর চলে ধর্মীয় আচার ও সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যায় প্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহালয়ার মূল কর্মসূচি শেষ হয়। তবে এবারের...