এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তাপ যেন মাঠের বাইরেও সমান তালে চলছে। বিশেষ করে ‘হ্যান্ডশেক বিতর্ক’ দুই দলের দ্বন্দ্বে বাড়তি মাত্রা যোগ করেছে। পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ, ভারতীয় দল ইচ্ছে করেই ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছে। আর এবার এই প্রসঙ্গে ভিন্ন সুর তুললেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।আজহার মনে করেন, মাঠে খেলতে নামলে নিয়মমাফিক খেলার সব আনুষ্ঠানিকতাও পালন করা উচিত। “খেলতে গেলে পুরোটা খেলো— হাত মেলানোও তারই অংশ,” এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন তিনি।গ্রুপ পর্বে পাকিস্তানকে সহজেই হারায় ভারত। ম্যাচ শেষে হাত না মেলানোর ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরাসরি আইসিসির কাছে অভিযোগ তোলে এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের পক্ষপাতিত্বের অভিযোগও আনে। এমনকি পাকিস্তান একপর্যায়ে আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামবেই না বলে ভাবছিল, যদিও শেষ পর্যন্ত সরকারের ছাড়পত্রে...