দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি পারাপার ফেরিগুলোতে তিন তাস নামক জুয়া খেলার নামে যাত্রীদের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় পাড়ে নৌ-পুলিশ থাকলেও জুয়ারিদের প্রতিরোধে তেমন কার্যকর পদক্ষেপ নেই বলে স্থানীয়দের অভিযোগ। ফেরি কর্তৃপক্ষও এ বিষয়ে উদাসীন। স্থানীয়রা জানান, ফেরিতে যে সকল জুয়াড়ি জুয়া খেলে তারা হলো দৌলতদিয়া এলাকার চিকনা জামাল, মাদার কাজী, সোনামুদ্দিন ওরফে সোনাই,জহুরুল ফকির, হোসেন শিকদারসহ ১০/১০ জনের শক্তিশালী একটি দল এ জুয়া খেলার নিয়ন্ত্রণ করে থাকে। এদের প্রত্যেকেই ফেরিতে জুয়া খেলার অপরাধে একাধিকবার গ্রেপ্তার হয়ে হাজতবাস করেছে। মামলা চলমান থাকলেও জামিনে বেরিয়ে তারা তাদের অপকর্ম যথারীতি চালিয়ে যাচ্ছে। বহু বছর ধরে চলছে এ অবস্থা। প্রত্যক্ষদর্শী ঢাকা হতে মাগুরাগামী রাবেয়া পরিবহনের যাত্রী রাজিব আহমেদ ও হুমায়ুন আহমেদ জানান, তারা শুক্রবার রাত সারে...