দুয়ারে কড়া নাড়ছে দেবী দুর্গার আগমনি বার্তা। সারা দেশে পূর্ণোদ্যমে চলছে পূজার প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। প্রতিমাকে রংতুলিতে সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।প্রতি বছরের মতো এবারও বিশেষ প্রস্তুতি চলছে বরিশাল নগরীর নতুন বাজার শ্রীশ্রী শংকর মঠ পূজামণ্ডপে। প্রতিমা তৈরি থেকে শুরু করে সাজসজ্জা—সবক্ষেত্রেই নতুনত্ব আনার চেষ্টা করছেন আয়োজকরা। মণ্ডপ চত্বরের পুকুরজুড়ে চলছে দৃষ্টিনন্দন সাজসজ্জা, ভেতরে ও বাইরে আলোকসজ্জার কাজও শেষ পর্যায়ে।তবে শুধু শংকর মঠ নয়, বরিশাল মহানগরী ও জেলার মোট ৬৪০টি মণ্ডপেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রোববার (২১ সেপ্টেম্বর) মহালয়ার দিনে বেশিরভাগ মণ্ডপে প্রতিমার সাজসজ্জা ও রঙের কাজ শেষ হয়েছে। আজকের মধ্যে বাকি কাজও সম্পন্ন হবে বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা।আগামী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বোধন পূজা দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর...