রাজধানী ঢাকায় দুদিন আগে এক নারীর লাশ উদ্ধারের ঘটনার ‘রহস্য উদঘাটনের’ দাবি করেছে পুলিশ। তুরাগ এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী বিথী আক্তার ওরফে বিলকিসকে হত্যার অভিযোগে স্বামীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- মো. বাবুল মিয়া ও তার সহযোগী মো. সম্রাট। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের ডিসি মো. মুহিদুল ইসলাম। ডিসি মো. মুহিদুল ইসলাম জানান, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিথী আক্তার নিখোঁজ হন। তার মা মনোয়ারা বেগম এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর সকালে তুরাগ থানাধীন রাজউকের ১৭ নম্বর সেক্টরের খেলার মাঠে কাশবনের মধ্যে একটি অজ্ঞাতনামা নারীর লাশ পাওয়া যায়। মনোয়ারা বেগম সেখানে গিয়ে তার মেয়ের লাশ শনাক্ত করেন। এ...