টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি হওয়ার চেষ্টা করে পাকিস্তানের দুই ওপেনার ফাখর জামান এবং সাহিবজাদা ফারহান। নিয়মিত ওপেনার সাইম আইয়ুবকে নামিয়ে আনা হয় তিন নম্বরে। ব্যাটিং অর্ডারের পরিবর্তন বেশ ভালো কাজ দেয় পাকিস্তানকে। ফাখর জামান আর সাহিবজাদা ফারহান উড়ন্ত সূচনা এনে দেন। কিন্তু তৃতীয় ওভারেই আউট হয়ে যান ফাখর জামান। হার্দিক পান্ডিয়ার করা ওভারের তৃতীয় বলেই ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ফাখর জামান। সাঞ্জু স্যামসন ক্যাচটি ধরেন। খুবই নিচ ক্যাচ নিলেন স্যামসন। তার উদযাপনটা যদিও ছিল সংযত, তবুও হার্দিকের সঙ্গে হাই-ফাইভ করতে দৌড়ে গেলেন স্যামসন। ভারতীয় দলও ক্যাচ দাবি করল আম্পায়ারের কাছে। বিষয়টা পাঠানো হলো থার্ড আম্পায়ারের কাছে। রিপ্লেতে দেখা গেল বল ব্যাটে লেগেছে, বারবার স্লো-মোশনে দেখানো হলো যেভাবে বল নিচু হয়ে যাচ্ছিল। স্যামসনের গ্লাভস...