বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সঙ্গে সমন্বয় সভা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান। আজ রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে যাত্রী পরিষেবার মান উন্নয়ন এবং দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নের জন্য বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে পর্যটন সচিব যাত্রী ও পর্যটকদের আরো ভালো সেবা দিতে সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা এবং পরিষেবার মান উন্নত করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস যথাযথভাবে উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য কমিশনারদের নির্দেশ দেন। সভায় পর্যটন খাতের উন্নয়নে কমিশনাররা বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণের প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে পর্যটন অবকাঠামোর জন্য জমি অধিগ্রহণ, সম্ভাব্য...