বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার ঘটনায় পুলিশ কতটা আক্রমণাত্মক ছিল, সেই বিবরণ উঠে এসেছে কলেজছাত্র মো. সিয়াম আহসান আয়ানের সাক্ষ্যে। আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আয়ান রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলায় নিজের জবানবন্দি উপস্থাপন করেন। ১৮ বছর বয়সী আয়ান এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তিনি এ মামলার ৬ নম্বর সাক্ষী। জবানবন্দিতে তিনি বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই রাতে রংপুরে একটি সভায় তারা সিদ্ধান্ত নেন, পরদিন ১৬ জুলাই বেলা ১২টায় রংপুর জিলা স্কুলের সামনে একত্রিত হয়ে তারা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেবেন। সে অনুযায়ী ১৬ তারিখ দুপুরে তারা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যান। পথে রংপুর পুলিশ লাইনসের সামনে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা...