ভৈরব বিসিক শিল্পনগরী প্লট বরাদ্দের ৩ বছরে উৎপাদনে গেছে মাত্র ১টি শিল্প কারখানা। বরাদ্দপ্রাপ্ত প্লটগুলোর বেশিরভাগই পড়ে আছে ফাঁকা। সেখানে গজিয়ে উঠেছে কাঁশবন। সরেজমিন গিয়ে দেখা যায়, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের পাশে বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে বিসিক শিল্প নগরী। প্রধান ফটক পেরিলে চোখে পড়ে কয়েকটি নির্মাণীন কারখানা। তাদের মধ্যে মেসার্স জিলানী ফ্লাওয়ার মিলস এন্ড ফুড প্রোডাক্টস নামের একটি কারখানা উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে বাকি কয়েকটি কারখানা নির্মাণ কাজ চলছে। একটু সামনে এগোতেই দেখা মিলছে সারি সারি কাঁশবন। প্রতিটি প্লটেই ফুটেছে ফুল। নেই কোনো কর্মচাঞ্চল্য। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৩ সালে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় ৪০ একর ভূমিতে বিসিক শিল্প নগরী গড়ে তোলার জন্য সরকার অনুমোদন দেয়। কিন্তু নানা জটিলতার কারণে নির্মাণ কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছিলো। পরবর্তীতে ২০২১...