মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার একমাত্র মহিলা কলেজ মেদিনী মন্ডল গার্লস কলেজ আজ টিকে থাকার লড়াই করছে। আধুনিক চারতলা ভবন, আইসিটি কক্ষ ও এক একর জমির ওপর স্থাপিত হলেও বর্তমানে কলেজটিতে ছাত্রী মাত্র ৬ জন। দ্বাদশ শ্রেণীতে পাঁচজন এবং একাদশ শ্রেণীতে একজন। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে মাত্র একজন ছাত্রী। ২৫ বছর ধরে স্থানীয় অনীহা, রাজনৈতিক টানাপোড়েন ও শিক্ষকের সংকটে ধুঁকতে থাকা কলেজটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সরেজমিন ঘুরে দেখা গেছে, কলেজটির মূল ফটকে নামফলক মুছে গেছে। চারপাশ জঙ্গলাকীর্ণ, জনশূন্য প্রাঙ্গণ যেন ভূতুড়ে পরিবেশ সৃষ্টি করেছে। বর্তমানে অধ্যক্ষ রোজিনা আক্তার একমাত্র পূর্ণকালীন শিক্ষক। চারজন খণ্ডকালীন শিক্ষক, পাঁচজন ছাত্রী ও একজন আয়াকে নিয়েই চলছে পাঠদান। কলেজে কেবল মানবিক বিভাগ চালু আছে। ২০২৪ সালে চারজন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে মাত্র একজন পাস...