চট্টগ্রাম থেকে এসে এখানে ঘুরে দেখা পর্যটক বিউটি আক্তার বলেন, “এই রাস্তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। অনেক ছবি ও ভিডিও তুলেছি। শ্রীমঙ্গলের চা-বাগানের পাশাপাশি এই রাস্তার অভিজ্ঞতা অসাধারণ।” অনেকে এখানে এসে শুধু ছবি নেয় না—কেউ ব্যস্ত শহরের ক্লান্তি ভুলতে সুন্দর একটি হেঁটে বেড়ানো চান, কেউবা পরিবার নিয়ে চলোচিত্রের মতো দুপুরবেলা কাটান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি মানুষ আকৃষ্ট হচ্ছেন। স্থানীয় বাসিন্দা একরামুল হোসেন বলেন, “ফেসবুকে এই রাস্তার ছবি দেখে পরিবার নিয়ে এসেছি। বাস্তবে এটি ছবির চেয়েও সুন্দর। তবে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন, যাতে দুর্ঘটনা এড়ানো যায়।” এই উদ্বেগ স্থানীয়দের মধ্যে ব্যাপক—কারণ চোখে দেখা সৌন্দর্যকেই নিরাপদভাবে উপভোগ করা যদি না যায়, তাহলে আনন্দে ফাটল ধরতে পারে। শ্রীমঙ্গলের প্রচলিত আকর্ষণ চা বাগান, দরাকাটা, ঠাণ্ডা জলবায়ু এর সঙ্গে...