স্থানীয় সময় রবিবার ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫ এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২। ফাইনালে কুমিল্লা টু জয় লাভ করে। বিজয় উল্লাসে মেতে ওঠে পুরো মাঠ প্রাঙ্গন। দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২ বাংলা স্কুলের পক্ষ থেকে ট্রফি এবং এক হাজার ইউরো তুলে দেওয়া হয়। অন্যদিকে রানার্সআপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫ দলকে বিশিষ্ট ট্রফি এবং পাঁচশত ইউরো প্রদান করা হয়। ফাইনালে উত্তীর্ণ সকল প্লেয়ারকে ট্রফি এবং বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাংবাদিকদের বিশেষ সম্মাননা ক্রেস্টসহ কার্যকরী কমিটি এবং সহযোগিতাকারী, খেলা পরিচালনা কমিটি ও কয়েকজন ইতালিয়ানকেও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের সভাপতিত্বে এবং আফাই আলী, নুরে আলম, আওলাদ হোসেন অন্তর যৌথ পরিচালনায় আগত অতিথিরা বক্তব্য...