ফেনী-২ আসনের বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও ছাত্রশিবিরের জনশক্তিকে নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের দারুল ইসলাম সোসাইটি মিলনায়তনে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। সদর উপজেলা আমির মাওলানা নাদেরজ্জামানের সভাপতিত্বে এবং অধ্যাপক শিহাবুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ এবং জেলা কর্মপরিষদ সদস্য আবু ইউসুফ। এছাড়া বক্তব্য রাখেন শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও শহর ছাত্রশিবিরের সেক্রেটারি ওমর ফারুক। প্রধান অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ সুশাসন, ভোটাধিকার ও নাগরিক...