দুর্গাপূজা ঘিরে খুলনা শহরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নয়, অন্যান্য ধর্মের মানুষও প্রতিমা দর্শনে যাচ্ছেন। এতে সৃষ্টি হয়েছে সম্প্রীতির আবহ। নগরীর সাংস্কৃতিক সংগঠনগুলোও নানা আয়োজন করছে। ফলে দুর্গোৎসব এখন ধর্মীয় উৎসব ছাড়িয়ে হয়ে উঠেছে সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলা।খুলনার ডুমুরিয়া উপজেলার খরসঙ্গ এলাকায় অনুষ্ঠিত হবে জেলার সবচেয়ে বড় দুর্গোৎসব। এখানে ২০২টি প্রতিমা নির্মাণের কাজ চলছে। আয়োজকরা বলছেন, এবারও খুলনা বিভাগের সবচেয়ে বড় আয়োজন হবে এখানে।খুলনা জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের তথ্যানুযায়ী, এ বছর মহানগরে ১২০টি ও জেলায় ৮৫৭টি মণ্ডপসহ মোট ৯৭৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এ বছর পূজা বেড়েছে ১০৫টি। ২০২৩ সালে সর্বাধিক ৯৯৩টি পূজা হয়েছিল, তবে সরকার পরিবর্তনের পর গত বছর সংখ্যা কমে দাঁড়ায় ৮৭২-এ। এ বছর আবারও বেড়ে দাঁড়াল ৯৭৭-এ।মহানগরের মধ্যে সদর...