বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক সমান অধিকার ভোগ করবে—এমন স্পষ্ট নির্দেশ সবার আগে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে কাউকে সংখ্যালঘু বলা যাবে না, সবাই সমান অধিকারভুক্ত নাগরিক। 'সবার আগে বাংলাদেশ' শিরোনামে সোমবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সাবেক বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি ও পথসভায় এসব কথা বলেন বিএনপি মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা পরিষদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।পুতুল বলেন, “তারেক রহমান সবার আগে আমাদের আদেশ দিয়েছেন বাংলাদেশ সবার জন্য। রাষ্ট্র একজন মুসলমানকে যে অধিকার দেবে, একজন হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টানও সেই একই অধিকার ভোগ করবেন। আমরা সবাই আগে বাংলাদেশি, পরে ধর্মীয় পরিচয়ে বিভক্ত। তারেক রহমানের এই ঘোষণা শুধু একটি...