সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও সাংবাদিক সমাজে বিভেদ সৃষ্টির প্রতিবাদে নওগাঁ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট। গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক আব্দুল আউয়াল সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেক দুর্গা উৎসব উপলক্ষে অনুষ্ঠিত সৌহার্দ্য সমাবেশে উপস্থিত প্রায় আটটি সাংবাদিক সংগঠনের মধ্যে একটি সংগঠনকে বিশেষভাবে সম্মান জানানো হয়। স্মারকলিপিতে আরও বলা হয়, প্রতিটি অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে একটি সংগঠনকে জেলা প্রশাসক সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকেন। সরকারি নিয়োগ ও ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের জন্য একটি সংগঠনকেই প্রাধান্য দিয়ে থাকেন। এতেই প্রমাণিত হয় জেলার বৃহত্তর সাংবাদিক সমাজের সাথে দ্বিমাতা সুলভ আচরণ করেছেন জেলা প্রশাসক। এতে সাংবাদিক সমাজের...