স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে তিনটা থেকে চারটার দিকে উপজেলার আদালতপাড়ায় অবস্থিত ‘বউ সাজ’ বিউটি পার্লারে ফেশিয়াল করতে একজন নারী আসেন। তাঁর হাতে একটি ব্যাগ ছিল। ফেসিয়াল করবে বলে জানালে দেড় হাজার টাকায় ওই নারীর ফেসিয়াল করতে শুরু করে পার্লারে কর্মরত এক নারী। এক পর্যায়ে মুঠোফোনে একটি কল এলে পাঁচ মিনিট পর এসে ফেসিয়াল করবে জানিয়ে পার্লার থেকে চলে যান ওই নারী। কিন্তু ব্যাগ ফেলে গেলেও ওই নারী আর ফিরে আসেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ থেকে একটি অস্ত্র ও ১০ লাখ ১৮ হাজার নকল টাকা জব্দ করে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে...