হবিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ইলেক্ট্রিশিয়ানের পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বিকেলে ইশতিয়াক আহমেদ শান্ত তার এক বন্ধুর নানির জানাজায় অংশ নিতে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বটতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় সোনাগাজীগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে আহত হন তিনি। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘‘বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থলে...