ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘গত ৫৪ বছরে যারা এই দেশের শাসক ছিল তারা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি- এই জনগণের জন্য কল্যাণকারী কাজ করতে পারেনি। তাই আমি সর্বস্তরের মানুষকে বলবো ওদেরকে বারবার পরীক্ষা করেছেন। আমি দুই হাত জোড় করে অনুরোধ করছি, শুধু একটিবার ইসলামকে পরীক্ষা করুন।’ পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এক পথসভায় তিনি এ কথা বলেন। ফয়জুল করীম বলেন, ‘ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসেনি। ইসলাম বিজয়ী হওয়ার জন্য দুনিয়াতে আসছে। যদি ফেল করি দ্বিতীয়বার আপনাদের কাছে আর আসবো না। কিন্তু ইসলাম ফেল করার বিষয় নয়, পাস করার...