চোখের একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর সংক্রমণ হলো কনজাঙ্কটিভাইটিস। এটি মূলত চোখের কনজাঙ্কটিভা (চোখের সাদা অংশ ও চোখের পাতা আবৃত রাখে যে পাতলা পর্দা) সংক্রমিত হলে হয়। এই অসুখ ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসে হতে পারে। সংক্রমণ খুব দ্রুত ছড়ায়, তাই সচেতনতা ও প্রতিরোধ জরুরি। ভাইরাসজনিত সংক্রমণসবচেয়ে বেশি দেখা যায় এই ধরনের সংক্রমণ। অ্যাডিনোভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস বা ভেরিসেলা-জোস্টার ভাইরাস-এর সংক্রমণে কনজাঙ্কটিভাইটিস হতে পারে। উপসর্গ হিসেবে থাকে: চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখে ব্যথা ও জ্বালা, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া ব্যাকটেরিয়াজনিত সংক্রমণহিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস ইত্যাদি ব্যাকটেরিয়ার সংক্রমণে চোখে হলুদ বা সবুজ পিচুটি জমাট বাঁধে। এর সাথে থাকে চোখে চুলকানি ও লালচে ভাব। রাসায়নিক সংক্রমণক্লোরিন, ডিটারজেন্ট, প্রসাধনী বা ধুলোবালির সংস্পর্শে এলেও কনজাঙ্কটিভাইটিস হতে পারে।...