আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের দিন ঢাকার যাত্রাবাড়ীতে স্নাইপার রাইফেল থেকে আন্দোলনকারীদের মাথা লক্ষ্য করে গুলি চালানো হয় বলে এক সাক্ষী দাবি করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে এ সাক্ষ্য দেন আলী আহসান জুনায়েদ। জুনায়েদ এ মামলার ৪৮তম সাক্ষী। একটি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত আছেন তিনি। অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক সংগঠন ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) এর প্রতিষ্ঠাতা আহ্বায়কও তিনি। ২০১৩ সালে কোটা আন্দোলনের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। ২০১৬ সালে তিনি পাস করে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যান। সাক্ষ্যে জুনায়েদ ২০১৩, ২০১৮ ও ২০২৪ সালের কোটাবিরোধী আন্দোলনের বিভিন্ন ঘটনার বর্ণনা দেন। আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোড এলাকায় শতাধিক ব্যক্তি নিহত ও কয়েকশত আহত হন, এবং...