কয়েক দিন পরই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরি ও সাজ-সজ্জার কাজ। অধিকাংশ মণ্ডপে প্রতিমার গায়ে দোমাটির কাজ শেষ হয়েছে, এখন বাকি রংতুলির আঁচড়। বাগেরহাটে এ বছর ৬০৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব বাবলা হালদার বিপ্লব। কোথাও যেন শান্তি বিঘ্নিত না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে বিশেষ সতর্কতা। দুর্গাপূজাকে উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে বাগেরহাটের এসপি মো. আসাদুজ্জামান বলেন, “৬০৫টির মধ্যে ৯০টি মণ্ডপ ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।” প্রতি বছরের মত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করার আশা আয়োজকদের। বাগেরহাট শহরের নাগেরবাজার সার্বজনীন পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক প্রদীপ দাস বলেন, “মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। এখন সাজ-সজ্জার...