জয়া আহসান ও মহসিনা আক্তারের ‘জয়া আর শারমিন’ নামের সিনেমাটির দৃশ্যধারণ হয়েছিল কোভিড মহামারীর মধ্যে। ভিন্ন বাস্তবতায় ভিন্ন আঙ্গিকে সারতে হয়েছিল শুটিংয়ের কাজ। দুই নারীর সম্পর্ক ও মনস্তত্ব নিয়ে পরিচালক পিপলু আর খান এই সিনেমাটি বানিয়েছেন; যা মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তির চারমাস পর আসছে ওটিটিতে। চরকি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘জয়া আর শারমিন’ আসছে বৃহস্পতিবার। ওটিটিতে মুক্তির প্রতিক্রিয়া জানিয়ে পিপলু আর খান বলেন, "এটা আমাদের জন্য খুব আনন্দের। আমরা যে সময়ের কথা বলতে চেয়েছি বা যেটা দেখাতে চেয়েছি, সেটা সহজেই এবার দর্শকদের কাছে পৌঁছে যাবে আশা করি। "সিনেমায় রয়েছে দুই নারীর মনস্তত্ত্ব। আমার মনে হয় নারী দর্শকরা হয়ত একটু বেশি রিলেট করতে পারবেন সিনেমাটি। বিদেশে থাকা বাংলাদেশিদের অনেকে আমাকে সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়েছিলেন, তারাও সিনেমাটি দেখার সুযোগ পাবেন। সব মিলিয়ে আমার...