২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যে ‘রোডম্যাপ’ ঘোষণা করেছিলেন, এক বছরে তার প্রায় শতভাগ বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। রোডম্যাপের কী কী বাস্তবায়ন করা হয়েছে, তার বর্ণনা তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে। গত বছরের ১০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন। ওই দিন রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরদিন তিনি শপথ নেন। গত বছরের ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অধস্তন আদালতের...