জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলমকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। শরীয়তপুরের গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলমকে প্রত্যাহার করা হয়েছে। বিএনপির এক নেতাকে গ্রেপ্তারের পর অনৈতিক সুবিধা নিয়ে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গতকাল শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এক বছর দুই মাস সাজাপ্রাপ্ত আসামি গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিটন হাওলাদার নামে এক নেতাকে গ্রেপ্তারের পরে থানার মধ্যে বিশেষ সুবিধা দিয়ে রাখার অভিযোগ উঠে...