লালমনিরহাটে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক রবিউল ইসলামকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার বিকালে র্যাব ১৪ এর ৩নং কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে দেলদুয়ারের গজিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিউল পঞ্চগড় সদরের রামদাস পঞ্চগ্রামের তৈয়ব আলীর ছেলে। র্যাব কমান্ডার জানান, অভিযুক্ত রবিউল ইসলাম তার নানার বাড়িতে থেকে পড়াশোনার পাশাপাশি প্রাইভেট পড়াতেন। ওই ছাত্রী ও তার সহপাঠীরা রবিউলের কাছে প্রাইভেট পড়তে যেত। প্রাইভেট পড়ানো শেষে অন্যদের ছুটি দিলেও ওই ছাত্রীকে তার কাছে আটকে রেখে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই ছাত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ১৭ জুন রবিউল কিছু দিনের মধ্যে ওই ছাত্রীকে বিয়ে করার কথা বলে পুনরায় ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা লালমনিরহাট সদর থানায় ধর্ষণ...