অন্তর্বর্তী সরকারের আমলে কোটি কোটি টাকার বিনিময়ে সচিব নিয়োগ হয় বলে অভিযোগ করেছেন সাবেক সচিব সামসুল আলম। সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে টাকার বিনিময়ে সচিব নিয়োগের আটটি ঘটনা তুলে ধরেছেন তিনি। সাবেক এ সচিবের পোস্টটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সাবেক সচিব সামসুল আলম তার পোস্টে বলেন, ‘বর্তমান সরকারের সময়ে নগদ টাকায় সচিব হয়, এটা কোনো বাজে কথা নয়। চ্যালেঞ্জ করবেন না। এর প্রমাণ আমি নিজেই জানি। ছোট ছোট করে কয়েকটা ঘটনা বলি।’ঘটনা-এক : “আমাকে যখন ক্যাবিনেটে বসা আটকে দেওয়া হলো, (গত ডিসেম্বরে ড. রশিদের দুদক চেয়ারম্যান এবং আমার ক্যাবিনেট সচিব হওয়া নির্ধারিত ছিল, প্রধান উপদেষ্টা আমার একটি নথিও স্বাক্ষর করেছেন), তখন একটা গ্রুপ আমাকে ফোন করেছিল, ‘স্যার, আপনাকে ক্যাবিনেটে বসিয়ে দিই,...