বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নুরুল কবির বলেছেন, ‘একজন দলীয় পটভূমি থেকে আসা রাষ্ট্রপতি যদি নিজের বিশ্বাস ও নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলেন তবে সেটি শুধু রাজনৈতিক নয় বরং একটি ভয়ানক রাষ্ট্রীয় প্রতারণা।’ তিনি মনে করেন, রাষ্ট্রপতির পদ কোনো দলের প্রতিনিধি হওয়ার নয় বরং এটি হওয়া উচিত একজন বিবেকবান, নিরপেক্ষ এবং সংবিধান রক্ষায় দায়বদ্ধ ব্যক্তির আসন।’সম্প্রতি তৃতীয় মাত্রায় টক শোতে অংশ নিয়ে নুরুল কবির এসব কথা বলেন।নুরুল কবির বলেছেন, ‘বর্তমান সরকার গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে গঠিত হয়েছিল।শুরুতে এই সরকার জনগণের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছিল। সরকার তিনটি মূল কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল—গণতান্ত্রিক সংস্কার, আগের সরকারের সময় হওয়া সহিংসতার বিচার এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অনেক রাজনৈতিক দলই নিজেদের স্বার্থে সরকারের মেয়াদ দীর্ঘ...