পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বেড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে পাবনার ডিসি অফিসের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় তারা সীমানা পুনর্বহালের দাবিতে নানা স্লোগান দেন। পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক ও নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি দেন। এলাকাবাসী বলেন, সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌরসভাসহ বেড়া উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন ছিল। সম্প্রতি আসনটি ভেঙে শুধুমাত্র সাঁথিয়া উপজেলাকে নিয়ে পাবনা-১ আসন হিসেবে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। একইসঙ্গে বেড়া ও সুজানগর উপজেলা নিয়ে পাবনা-২ আসন ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের পরপরই রাজপথে নেমে আসেন বেড়া উপজেলাবাসী। তারা এ সিদ্ধান্তের জন্য জামায়াতকে দায়ী করে এবং...