পোষ্য কোটা নিয়ে কর্মসূচিতে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এ জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে শাটডাউনের আওতামুক্ত থাকায় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ তারিখেই অনুষ্ঠিত হবে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত শোনার পর এই ঘোষণা দেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রাবি অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্তে আমরা আশাহত হয়েছি। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের শাটডাউন কর্মসূচি চলবে। রাকসু নির্বাচন, পানি, বিদ্যুৎ এবং পরিবহনের বাইরে সব সেবা বন্ধ থাকবে।’ এর আগে, রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টায় জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ বলেন, ‘গতকাল পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনায় একটি...