রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক জরুরি সভায় ফোরামের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগামীকাল মানববন্ধন ও প্রতিবাদ সভা করবেন বলে জানান তারা।আরো পড়ুন:মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জাবি প্রশাসনেরভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িকতায় জবিতে মহালয়া উৎসব মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জাবি প্রশাসনের রাত ৮ টায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক ড. মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২০ সেপ্টেম্বর) উপ-উপাচার্য, উপ-রেজিস্টার, প্রক্টর, রাকসু নির্বাচন কমিশনারসহ শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষকদের যারা লাঞ্চিত করেছে তাদের...