মানুষের স্বাভাবিক জীবনধারার নিয়মকে উলটপালট করে দিয়েছেন এক যুবক। ৩৯ বছর বয়সী এই যুবকের দাবি, তিনি অন্য মানুষের মতো কোনো খাবার খান না। শুধু গাড়ির ইঞ্জিনে ব্যবহারের তেল খেয়ে বেঁচে আছেন সুস্থভাবে।অথচ চিকিৎসা বিজ্ঞান বলছে, স্বাভাবিকভাবে একজন মানুষের শরীরের জন্য প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট ও অন্যান্য পুষ্টি অপরিহার্য। এজন্য প্রতিদিন তার এসব উপাদান সমৃদ্ধ খাবার গ্রহণ করা দরকার।কিন্তু ওই যুবকের দাবি, তিনি খাবার গ্রহণ ছাড়াই দিব্বি বেঁচে আছেন—কেবল গাড়ির ইঞ্জিনের ব্যবহারযোগ্য নষ্ট তেল এবং মাঝে মাঝে চা খেয়ে দিন কাটাচ্ছেন। এজন্য তিনি অয়েল কুমার নামেও পরিচিতি পেয়েছেন।ভারতের কর্ণাটকের শিবমোগ্গা জেলার ওই যুবকের অদ্ভুত অভ্যাসে চিকিৎসকরা হতবাক। যুবকের শরীরে কোনো মেদ নেই, এবং শুধু তেল ও চা খেয়েও তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে সক্ষম। তার কথায়, এই সমস্ত সম্ভব হয়েছে ভগবান আয়াপ্পার কৃপায়।প্রতিদিন...