জুবিন গার্গের শেষের দিকে শারীরিক অবস্থার অনেক অবনতি হয়েছিল। চোখে অন্ধকার দেখতেন জুবিন গার্গ। সেই কথা জানিয়েছিলেন সুরকার ও সংগীত পরিচালক আনু মালিককে। প্রয়াত শিল্পীর স্মৃতিচারণ করতে গিয়ে জানালেন আনু মালিক। জুবিনের আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন সংগীতমহল। আনু মালিকের সঙ্গে একাধিক কাজ করেছিলেন জুবিন। তাই সেই স্মৃতিচারণ করতে গিয়ে আনু এক সাক্ষাৎকারে বলেন, ‘খুবই ভদ্রলোক ছিল। মনের দিক থেকেও খুব ভালো। এর চেয়ে বেশি এখন কীই বা বলতে পারি!’ আসামে প্রথম দেখা হয়েছিল জুবিনের সঙ্গে তার। তারপরে দুজনের মধ্যে সখ্য তৈরি হয়। তখনই আনু জানতে পেরেছিলেন, বোনের মৃত্যু নিয়ে খুব বিষণ্ণ হয়ে থাকতেন জুবিন। সড়কদুর্ঘটনায় মৃত্যু হয়েছিল জুবিনের বোনের। প্রয়াত শিল্পী নিজের অসুস্থতার কথাও জানিয়েছিলেন আনুকে। সংগীত পরিচালক বলেছেন, ‘ও আমাকে বলত, হঠাৎ হঠাৎ চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায়।...