ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। তবে দুবাইয়ে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে প্রথম ছয় ওভারেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন ভারতের ভরসার তুরুপ—জাসপ্রীত বুমরাহ। সাধারণত পাওয়ারপ্লেতে দু’ওভারের বেশি না বল করা এই পেসারকে আজ ব্যবহার করানো হলো তিন ওভারে। আর সেখানেই এল অপ্রত্যাশিত ধাক্কা—খরচ হয়ে গেল ৩৪ রান, যা বুমরাহর আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে সবচেয়ে ব্যয়বহুল পাওয়ারপ্লে পরিসংখ্যান।পাকিস্তানের পরিকল্পনা ছিল স্পষ্ট—শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং। আগের ম্যাচে ভারতীয় বোলারদের সামনে ছন্নছাড়া ব্যাটিংয়ের বদলে এবার তারা বেছে নিলো ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ ক্রিকেট। ওপেনার ফখর জামান শুরুতেই বুমরাহকে নিশানায় নেন। মাত্র ৯ বলে ১৫ রান করেন তিনি। পাশে থেকে সায় দেন সাহিবজাদা ফারহানও।এর মধ্যে ভারতেরও বড় ভুল ছিল—অভিষেক শর্মা আর কুলদীপ যাদব সহজ দুটি ক্যাচ ফেলে দেন। সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তানের ব্যাটাররা বুমরাহকে আরও চাপে...