ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই আলাদা উচ্ছ্বাস ও উত্তেজনা। বহুদিন ধরে তবে রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি কিংবা এসিসিরি ইভেন্ট ছাড়া দুই দলের দেখা হয় না। আর আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোয় যখন দেখা হয়, তখন খেলার চেয়ে রাজনৈতিক বিতর্কে উত্তেজনা বেশি বাড়ে।এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক। এমনকি ম্যাচ শেষেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের কেউ।এত কিছুর মাঝে আজ রোববারের ম্যাচে নতুন এক বিতর্কের জন্ম দিলেন থার্ড আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে।সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তবে দলীয় ২১ রান তুলতেই সাজঘরে ফেরেন ওপেনার ফখর জামান। তবে প্রশ্ন উঠেছে, ফখর জামান কি আসলেই আউট?ধারাভাষ্যকার ওয়াকার ইউনুসের মতে, ফখর জামান আউট ছিলেন না। তার দাবি, বল সঞ্জু স্যামসনের গ্লাভসে জমা হওয়ার আগেই বলটি মাটিতে পড়েছিল। খালি...