গ্রাহকের সেবার মানবৃদ্ধি রাজস্ব আয়সহ কলড্রপ হ্রাসের লক্ষ্যে ডিজিটাল কানেক্টিভিটি শক্তিশালীকরণে সুইচিং ও ট্রান্সমিশন নেটওয়ার্ক (এসটিএন) প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। তবে প্রকল্প পরিচালকের স্বেচ্ছাচারিতায় অযাচিত হস্তক্ষেপে মুখ থুবড়ে পড়তে পারে প্রকল্পটি। অখ্যাত ও জাল অভিজ্ঞতা সনদ প্রদান করা প্রতিষ্ঠান জিনিউকে কাজ পাইয়ে দেয়ার জন্য উঠে পড়ে লেগেছেন প্রকল্প পরিচালক (পিডি) তৌফিকুল ইসলাম। নানা অনিয়মের কারণে দ্বিতীয় দফায় পুনরায় দরপত্র আহবান করলে স্বয়ং প্রকল্প পরিচালক নিজ উদ্যোগে গত ১৩ আগস্ট কারিগরি বিনির্দেশ কমিটির আহবায়কের কাছে চিঠি দিয়ে আইসিএক্সের নূন্যতম ক্যাপাসিটি ৫০ হাজার এসআইপি ট্রাঙ্ক কমিয়ে ৩২ হাজার ৫০০ এসআইপি ট্রাঙ্ক করার সুপারিশ করেন, যা দরপত্র চলাকালীন সুনির্দিষ্ট অনৈতিক হস্তক্ষেপ। পাশাপাশি অখ্যাত কোম্পানি জিনিউ টেকনলোজিস লিমিটেডের স্বার্থের কথাও সেখানে উল্লেখ করেন। তার এই স্বেচ্ছাচারী আচরণ প্রশ্নবিদ্ধ করেছে খোদ...