আজও হাত মেলায়নি ভারত। টস শেষে রীতি অনুসারে হ্যান্ডশেক করার কথা থাকলেও হাত মেলাননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি টস জয়ের পর বোলিংয়ের সিদ্ধান্ত জানিয়ে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগাকে পাশ কেটে চলে যান। এর আগে গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে হ্যান্ডশেক বিতর্কে জড়ায় ভারত। সেই ম্যাচেও টসের পর পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক। শুধু তাই নয়, সেই ম্যাচে জয়ের পর মাঠেই দাঁড়িয়ে ছিলেন পাকিস্তানের অধিনায়ক। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা প্রতিপক্ষ ক্রিকেটারদের সাথে সৌজন্যতা না দেখিয়ে সোজা ড্রেসিংরুমে ফিরে দরজা নক করে দেয়। যে কারণে হ্যান্ডশেক বিতর্ক অনেক দূর গড়ায়। পাকিস্তান ক্রিকেট দল বিষয়টি লিখিত আকারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানায়। কিন্তু কোনো ফায়দা হয়নি। পাকিস্তান ম্যাচ রেফারির অপসারণ দাবি করলেও তা না কোচ...