গাজীপুর মহানগরীর গাছা থানাধীন শরীফপুর এলাকায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রোববার দুপুরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের নাম আব্দুল হালিম মণ্ডল (৩২)। তিনি নগরীর মালেকের বাড়ি শরীফপুর দরগারপাড় মহল্লার মৃত আব্দুস সামাদের ছেলে। তিনিস্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে স্থানীয় আদিব নামের এক যুবকের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় হালিমের। পরে এর জেরে রাতে স্থানীয় বাজারে ক্যারাম বোর্ড খেলার সময় আদিব নামের ওই যুবকসহ অজ্ঞাত ১০-১৫ জন হালিম মণ্ডলের ওপর অতর্কিতে হামলা চালিয়ে গলায় ছুরিকাঘাত করে। এ সময় তার ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে গুরুতর আহত...