নোয়াখালীর সুবর্ণচরে গত ২৪ ঘণ্টায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার জুবিলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- চরজুবিলী ৩নং ওয়ার্ডের মুজাহিদুল ইসলাম সুমনের পুত্র রাফাত (৩), ৯নং ওয়ার্ড মধ্যব্যাগ্যা স্লুইসগেট এলাকার হেদায়েতুল হাসান আলীর পুত্র কেফায়েতুল হাসান সৌরভ (৩) ও ২নং ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বাসিন্দা সারোয়ার হোসেনের পুত্র রানা (২)। পরিবাররিক সূত্রে জানা যায়, পারিবারিক কাজে ব্যস্ত থাকায় বাড়িতে খেলা করার সময় সবার অগোচরে শিশুগুলো পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর তাদের পুকুর থেকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ৫নং জুবিলী ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, পরিবারের সদস্যদের অসচেতনতার কারণে পানিতে পড়ে শিশু মৃত্যুর হার বাড়ছে। গ্রামের অনেক পরিবার কৃষিকাজের সঙ্গে যুক্ত। কৃষি ও পারিবারিক কাজে ব্যস্ত থাকায়...