‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। মাস দেড়েক ধরে ভারতের লাদাখ অঞ্চলে চলছিল এ সিনেমার শুটিং। এ সময়েই নায়কের হতাহতের খবর পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই সিনেমায় একটি ফাইটিং সিনের শুটিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন সালমান খান। বেশ খানিক চোট পেয়েছেন তিনি। আঘাত পেলেও সেই শুটিং শেষ করা হয়েছে বলে জানা গেছে। লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডার মধ্যে চলে এই সিনেমার শুটিং। প্রায় ৪৫ দিন ধরে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও সালমানের শুটিং ছিল ১৫ দিনের। এ সময় বেশ কয়েকটি লড়াই এবং আবেগঘন দৃশ্যের শুটিং হয়েছে। জানা গেছে, লাদাখের ওই এলাকার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে এবং অক্সিজেনের ঘাটতিও ছিল। এমন পরিবেশে শুটিং করতে গিয়েই আহত হন সালমান। তবে কিছুদিনের জন্য বিরতি...