জাহিদ আবেদীন বাবু, কেশবপুর:কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। রোববার দুপুরে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে তিনি ওই মতবিনিময় কালে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ নিজেকে যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘ এক যুগ পর মাটি ও মানুষের সেবা করার জন্য কেশবপুরে এসেছি। কেশবপুরের মাটি ও মানুষের সাথে মিশে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করি। কেশবপুরের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি’। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কাজী রওনকুল ইসলাম শ্রাবণের...