২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম এশিয়া কাপের চলতি আসরে গত কয়েকদিন ধরে যে বিষয় নিয়ে ক্রিকেটাঙ্গনে তোলপাড়, তার পুনরাবৃত্তি হলো আবারও। আগের ম্যাচের মতো এবারও টসের সময় হাত মেলাননি ভারত ও পাকিস্তানের দুই অধিনায়ক। সুপার ফোর পর্বের এবারের ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ভারত। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শুরু বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৮টায়। সবশেষ ওমানের বিপক্ষে খেলা একাদশে দুটি পরিবর্তন এনেছে ভারত। ফিরেছেন জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী। তাঁদের জায়গা দিতে সরে যেতে হয়েছে দুই পেসার অর্শদীপ সিং ও হর্ষিত রানাকে। পাকিস্তান অধিনায়ক সালমান আগা বললেন, তিনিও টস জিতলে বল বেছে নিতেন। তার একাদশেও পরিবর্তন দুটি। ফিরেছেন ফাহিম আশরাফ ও হুসাইন তালাত। বাদ পড়েছেন হাসান নেওয়াজ ও...