হঠাৎ করে আবারও ভাইরাল অভিনেতা হাসান মাসুদ। অভিনয়ে দীর্ঘদিনের বিরতির পরও প্রায়ই খবরে উঠে আসেন তিনি। এক সময়ের জনপ্রিয় এই অভিনেতাকে নিয়ে এবার যা ঘটলো তা সত্যিই দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন হাসান মাসুদ। গতকাল (২০ সেপ্টেম্বর) শনিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি পোস্ট। সেখানে দাবি করা হয়, রাজধানীর একটি অনুষ্ঠানে হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এ বিষয়ে জানতে চাইলে হাসান মাসুদ জাগো নিউজকে জানান, ঘটনাটি মিথ্যা। ভাইরাল ওই পোস্টে বলা হয়, শিল্পকলায় হানিয়া আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তারকাদের এক মিলনমেলার আয়োজন করা হয়। বাংলাদেশের ছোট বড় সব তারকাই সেখানে উপস্থিত ছিলেন। তালিকায় আছেন আরশ খান, মিলন মালহোত্রা, আদনান আদি, মুন্না খান, ওমর সানী ও রুবেলসহ...