শাকিব খানের সিনেমার উরাধুরা গানের সঙ্গে নাচলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এ গানে এক অন্যরকম জাদু ছড়িয়ে দিলেন অভিনেত্রী। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে সানসিল্ক বিশেষ এ আয়োজন করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে দর্শকের ভিড়ও বাড়তে থাকে। চারপাশে আলো ঝলমলে সাজসজ্জা, সংগীতের তালে উচ্ছ্বসিত ভক্তরা। ঠিক তখনই মঞ্চে পা রাখেন হানিয়া আমির। তাকে দেখে উপস্থিত সবাই মুহূর্তেই দাঁড়িয়ে যায়। হাততালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। এ সময় মঞ্চে গাইছিলেন প্রীতম হাসান। বাজছিল শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’-এর জনপ্রিয় গান ‘তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরাধুরা’। গানের ছন্দে যেন নিজেকে থামিয়ে রাখতে পারেননি হানিয়া আমির। হঠাৎ করেই দর্শকের দিকে হাত নেড়ে নাচতে শুরু করেন এই অভিনেত্রী। কালো ও সোনালি রঙের ঝলমলে পোশাক, হানিয়ার প্রাণবন্ত হাসি আর নাচের ভঙ্গিমা...