রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন এ ঘোষণা দেন।আরো পড়ুন:রাবি উপ-রেজিস্ট্রারের দাঁড়িতে টান ও উপ-উপাচার্যকে সিঁড়িতে ফেলে দেওয়া হয়রাবিতে পোষ্য কোটায় ভর্তি স্থগিত, উপ-উপাচার্য লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি রাবি উপ-রেজিস্ট্রারের দাঁড়িতে টান ও উপ-উপাচার্যকে সিঁড়িতে ফেলে দেওয়া হয় রাবিতে পোষ্য কোটায় ভর্তি স্থগিত, উপ-উপাচার্য লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রবিবার বিকেলে উপাচার্যের বাসভবনে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় বিশ্বিবদ্যালয়ে কর্মরতদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা স্থগিত রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। সিন্ডিকেটে গৃহীত অন্য সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- গতকালের ধস্তাধস্তির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই...